Friday, June 3, 2022

প্রিয় যশোর

সুপ্রাচীন ইতিহাস ঐতিহ্যের শহর যশোরে আমার জন্ম । গৌড়ের যশ হরণকারী যশোহর যেমন ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধশালী তেমনি এর প্রকৃতিও অপরূপা অপূর্ব রূপসী বাংলার প্রতিচ্ছবি । ছবিগুলো ইন্টারনেটে যশোরকে তুলে ধরার জন্য আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র ।

এই ছবিটির ক্লিক ২০১৪ এর যেকোন একটা সময় ,স্থানটি ছিলো চাঁনপাড়া যশোর , যশোরে আমার ভ্রমণের জন্য শৈশব থেকে প্রিয় আর অসম্ভব রূপসী বাংলার প্রতিচ্ছবি । দিগন্তজোড়া তেপান্তরের মাঠের মাঝে পুলটার উপর দাড়ালে নিমিষেই যান্ত্রিকতা ভুলে যেতে হয় । স্থানীয় ভাবে যায়গাটির নাম ধানঘাটার পুল
ক্যামেরা -FUJI FINE PIX JV 300
photography by mehbub

এই গ্রামটার ছবি দেখলে টাইম মেশিনে করে ২৩ বছর আগের শৈশবে চলে যাই , চিরযৌবনা ,চিরসবুজ এই গ্রামটি আমার কাছে এখনো সেই রকম সুন্দর । গ্রামটি হলো পুখুরিয়া . প্রিয় পুখুরিয়া , অবস্থান যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নে ।
photography by mehbub
2015
তালগাছ আমাদের গ্রামীণ লোককথা , সাহিত্যে আর ভূতের গল্পে এক বিশেষ স্থান অধিকার করে আছে । সারি সারি তালগাছের এ ছবিটি বাহাদুরপুর যশোর সদর থেকে ২০১৬ এর শেষদিকে তুলেছিলাম
PHOTOGRAPHY BY MEHBUB

পাঁচবাড়িয়া গ্রামের শীতের সর্ষে ক্ষেতের হলুদ সৌন্দর্য । ছবিটি ৩১শে ডিসেম্বর ২০১৩ এ তোলা
PHOTOGRAPHY BY MEHBUB
এক কালের খরস্রোতা ভৈরব এখানে এখনো ক্ষীনধারায় অনন্ত মহাকালের গৌরব হয়ে বয়ে চলেছে । ছবিটি ২০১৪ এর একটা সময় যশোর রায়মানিক গ্রাম থেকে তোলা
photography by mehbub


হেটে চলছি গ্রামের মেঠোপথে ,দুই পাশে সারি সারি বিটপীশ্রেণীর অভিবাদন, ২০১৩ এ পাচবাড়িয়া , সদর , যশোর(পাঁচবাড়িয়া কাছারিপাড়া  থেকে রহেলাপুর মান্দারতলা যেতে যে পথ)
photography by mehbub
কালের আবর্তনে বিলুপ্ত বিলে জনবসতির পত্তন । highway town বাহাদুরপুর ,যশোর ,২০১৬
photography by mehbub
সারথী উপশহর যশোর ,২৮ শে সেপ্টেম্বর ২০১৯
photography by mehbub