Sunday, February 10, 2019

জনম জন্মান্তর - কবিতা(কালোজাদু ২০১৮)-পৃষ্ঠা-০৩


কবিতা-









জনম-জন্মান্তর





শুনতে কি পাও
মহাকালের কান্না





শুনতে কি পাও
মৃত্তিকাগর্ভে হারানো সুদুরের কান্না





ইচ্ছা হয়
ঘুরে আসি সেই সূদুরের দিনগুলোতে





যেখানে হয়তো আমি ছিলাম এক বীরযোদ্ধার বেশে





নয়তো কোন
অপ্সরীর প্রিয়তম হয়ে





কোন এক
স্নিগ্ধ গোধুলীবেলায়





বসেছিলাম
চোখে চোখ রেখে





এই পদ্মা-মেঘনা , গঙ্গা-যমুনা-স্বরসতী , ঝিলম বা ইরাবতীর তটে





সৈয়দ মেহবুব রহমান





১২ ই ডিসেম্বর ২০১৭ ইং যশোর





(৩)